English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ৩ স্কুলছাত্রের

- Advertisements -

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ধলাপাড়া সরিষাআটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল ধলাপাড়া ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অহেদুল ইসলাম।
তিনি জানান, তিনজনই ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। নিহতরা হলেন শাহজালালের ছেলে আবু বকর (১৫), রমজান আলীর ছেলে সাইম (১৫) ও মজির উদ্দিনের ছেলে শরীফ (১৫)।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া বলেন, ওই তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। এসময় তাদের মোটর সাইকেলটি ওভার স্পিডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম খবরের সতত্য নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইলের তিন আরোহী নিহত হয়েছে। শুনেছি লাশ তাদের পরিবার নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন