টাঙ্গাইলে ঘাটাইলে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন।
রোববার (২২ আগস্ট) সকালে উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন তালুকদার নিশ্চিত করেছেন।
অটোরিকশার চালক শামীম (৩৫) ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে।
এসআই জানান, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে মধুপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত এবং এক যাত্রী আহত হন। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহতকে প্রথমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।