ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাকচাপায় দেবদাস মন্ডল নামের ব্রাকের এক এনজিওকর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার চড়ক তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দেবদাস সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের নিতাই মন্ডলের ছেলে। তিনি ব্র্যাকে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ৬টার দিকে মোটরসাইকেলে করে মহেশপুর থেকে কর্মস্থলে যাচ্ছিলেন ব্র্যাকের ওই এনজিওকর্মী। পথে চড়ক তলা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে পড়েন তিনি। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহেশপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।