English

22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

- Advertisements -

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায় ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক জিতেন হাওলাদার (৬০) ও যাত্রী ইলিয়াস হোসেন (৭০) নামে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বততলী (পাঁচবিবি ফায়ার সার্ভিস সংলগ্ন) নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় চার্জার ভ্যানের যাত্রী ইলিয়াস ঘটনাস্থলে মৃত্যুবরণ করলেও বিকেলে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চার্জার ভ্যানের চালক জিতেনও মৃত্যুবরণ করেন।

নিহত ইলিয়াস হলো জেলার পাঁচবিবির খাসবাট্টা গ্রামের মৃত ছিমির উদ্দিনের ছেলে এবং জিতেন হলো একই উপজেলার শিমুলতলীর ওপেন হাওলাদারের ছেলে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাটের দিকে ট্রাকটি যাওয়ার সময় অপরদিক থেকে আসা চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে। তখন পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াসের মৃত্যু হয়। আর জিতেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে বিকেলে জিতেনের মৃত্যুবরণ করেন। ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে পুলিশ ।

এসব তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।

অন্যদিকে, জেলার আক্কেলপুর উপজেলায় মাটি বোঝাই মেসি ট্রাক্টর উল্টে রায়হান হোসেন (২২) নামে এক মেসি চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সোনামুখি ইউনিয়নের ভদ্রকালী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। এ নিয়ে জেলায় দূর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত রায়হান হলো পাশ্ববর্তী জেলা নওগাঁর বদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়নের ভেরেন্ডী গ্রামের আমিন হোসেনের ছেলে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার সোনামুখি ইউনিয়নের ভদ্রকালী গ্রামে তুলসীগঙ্গা নদী সংস্কারের মাটি বহনের উদ্দেশ্যে মাটি শ্রমিকরা মেসি ট্রাক্ট্ররে তোলে। ট্রাক্ট্ররের ইঞ্জিন চালু করে রওনা দেওয়ার সময় অতিরিক্ত ওজনের ফলে সামনের ইঞ্জিন উপরের দিকে উঠে উল্টে যায়। এতে চালকের আসনে থাকা রায়হান ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রায়হানের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিবারে কোন অভিযোগ না থাকায় তাদের নিকট হস্তাস্তর করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন