জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর উপজেলার তিলকপুর ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আরাফাত হোসেন আক্কেলপুর উপজেলার তিলকপুর কাঁনচপাড়া গ্রামের মামুনুর রশীদের ছেলে।
ওসি সাইদুর রহমান জানান, আরাফাত তিলকপুর বাজারে মোটরসাইকেল মেরামত ওয়ার্কশপের কাজ করতেন৷ বৃহস্পতিবার দুপুরে মেরামত হওয়া একটি মোটরসাইকেল টায়াল দিতে আক্কেলপুর-সান্তাহার সড়ক দিয়ে যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আরাফাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন