জামালপুরের ইসলামপুরে রিকশাযোগে রেলক্রসিং পার হওয়া সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন জয়নাল আবেদীন (৫০) নামে এক ওয়ার্ডবয়। এ সময় আহত হয়েছেন রিকশাচালক খলিলুর রহমান (৩৫)।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় ইসলামপুরের ঋষিপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী কমিউটার-২ ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।
নিহত ওয়ার্ড বয় জয়নাল আবেদীন জামালপুর পৌর এলাকার চামড়া গুদামের খলিলুর রহমানের ছেলে। তিনি জামালপুর জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার জানান, জয়নাল হাসপাতালের দাফতরিক কাজে সকালে ইসলামপুর যান জয়নাল আবেদীন। সেখানে রিকশাযোগে একটি ব্যাংকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্বজনদের দাবি, ওই রেল ক্রসিং অরক্ষিত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। রেল ক্রসিংয়ে গেটম্যান থাকলে দুর্ঘটনা হতো না।
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ জানান, দুর্ঘটনায় রিকশা আরোহী নিহত এবং চালক আহত হয়েছেন। রিকশা চালককে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, জয়নালের মরদেহ ময়নাতদন্ত করা হবে কি-না, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তার পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।