ময়মনসিংহের ত্রিশালে গরু চুরি করে পালানোর সময় জনতার ধাওয়ায় প্রাইভেটকার ফেলে পালিয়ে গেছে চোরেরা।
বৃহস্পতিবার (২ জুন) দিনগত রাত ২টার দিকে উপজেলার পাঁচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার (৩ জুন) বিকেলে ত্রিশাল থানায় একটি মামলা করেছেন গরুর মালিক ওবায়দুল হক।
থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাতে ওই এলাকায় আমি ডিউটিতে ছিলাম। মধ্যরাতের দিকে খবর আসে পাঁচপাড়া এলাকার ওবায়দুল হকের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়েছে। সংবাদ পেয়ে ওই এলাকার গ্রামপুলিশ সদস্যদের মোড়ে মোড়ে অবস্থান নিতে বলি। এ সময় স্থানীয় এক যুবক ব্যক্তিগত প্রয়োজনে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ত্রিশাল বাজারের দিকে যাচ্ছিলেন।
‘পাঁচপাড়া এলাকায় পৌঁছালে তিনি দেখতে পান কয়েকজন চোর গরু প্রাইভেটকারে তুলে পোড়াবাড়ী বাজারের দিকে যাচ্ছে। পরে তিনিসহ আরও লোকজন তাদের ধাওয়া করেন। এতে চোরেরা উপজেলার বাদামিয়া এলাকায় প্রাইভেটকারসহ গরু রেখে পালিয়ে যায়।’
এসআই শফিকুল ইসলাম আরও বলেন, গরু ও প্রাইভেটকার থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। গরু মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।