সিলেটের ছাতকে সড়ক দুর্ঘটনায় রিয়া (৭) নামের এক স্কুলে ছাত্রী মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১১ফেব্রুয়ারি) দুপুরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে কালারুকা ইউনিয়নের তাজপুর গ্রামের নাসির উদ্দীনের কন্যা ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, ছাতক থেকে সিলেট গামী একটি মোটরসাইকেল রাস্তা পাড়ি দেয়ার সময় তাকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি-পাটিবাগ গ্রামের কবির মিয়ার পুত্র তানভীর আহমদও গুরুতর আহত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রিয়ার মৃত্যু হয়।
মোটরসাইকেল আরোহী তানভীর আহমদ (২৫)কে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা পুলিশ আটক করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিমুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।