চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামে শ্যালোইঞ্জিনচালিত একটি যান উল্টে খাদে পড়ে ইটভাটা শ্রমিক আশাদুল হক (৪৫) নিহত হয়েছেন। আশাদুল হক উপজেলার নাপিতখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও দেউলি দেশ ইটভাটার শ্রমিক। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সে নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে আশাদুল পায়ে হেঁটে ইটভাটায় যাচ্ছিল। এ সময় সে দেউলি-বদনপুর গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে একই দিক থেকে আসা একই গ্রামের বিল্লাল হোসেন শ্যালোইঞ্জিনচালিত একটি যানে ওঠে। দেউলি গ্রামে নিকট এসে ওই যানটি সড়কের ধারের খাদে উল্টে পড়ে যায়। সড়কের ধারের খাদের গাইড ওয়ালের ওপর পড়ে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন