English

19 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

- Advertisements -

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আসানুর রহমান (৪০) ও তার ছেলে আজম (১২)। তাদের বাড়ি দামুড়হুদার ডুগডুগি গ্রামে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে সিমেন্ট ভর্তি একটি পাখিভ্যান দর্শনায় আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (নম্বর ঝিনাইদহ ট-১১-১৮৭৬) নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট ভর্তি ভ্যানটিকে চাপা দিয়ে পুলিশ বক্স ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই শিশুপুত্র আজম ও হাসপাতালে নেওয়ার পথে পিতা আসানুর রহমান মারা যান।

দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, ঘটনাস্থলেই শিশুপুত্র আজম ও হাসপাতালে নেওয়ার পথে পিতা আসানুর রহমান মারা যান। চালকসহ ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন