চালকের এক হাতে পান অন্য হাতে চুন। সামনে পড়লো একটি ট্রাক। এতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলো মহাসড়কে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নামক স্থানে সোমবার (২২ নভেম্বর) দুপুরে বাসটি উল্টে যায়। এতে কেউ নিহত না হলেও কয়েকজন আহত হয়েছেন। এভাবেই দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিলেন বাস যাত্রী রুলি বেগম।
তিনি বলেন, ‘আমি বগুড়া থেকে বাসটিতে উঠেছি ঢাকা যাবো। ড্রাইভারের পাশেই বসেছিলাম। দেখলাম ড্রাইভার এক হাতে পান আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছেন। বাসের গতি অনেক ছিল। হঠাৎ বাসটি মহাসড়কেই উল্টে যায়। আমি ভয়ে শেষ।’
এদিকে সড়কের মাঝখানে বাসটি উল্টে পড়ায় কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে জালদো ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় যানজট লেগে যায়। পরে পুলিশ দুর্ঘটনার শিকার বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সায়রুল ইসলাম বলেন, ‘হানিফ পরিবহনের বাসটি বগুড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। চালকের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়েকর পৌলীতে উল্টে যায়। তবে কেউ মারা যাননি। বাসের চালক-হেলপার পালিয়ে গেছে।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন