English

17 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে একজন নিহত, আহত ৮

- Advertisements -

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হন অন্তত আটজন।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের লালপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে সুজন, সাহাপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে শামীম, দুর্লভপুর গ্রামের তাইজুদ্দিনের ছেলে গোলাম নবী, নাচোল উপজেলার মহিবুর রহমানের শাহিন আলম, রাজশাহীর পবা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের ছেলে খাইরুল ও এই উপজেলার শীতলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে নাসিম।

স্থানীয়রা বলেন, লালাপাড়া মোড়ে ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের হয়। এতে গুরুতর আহত হন মাহিন্দ্রার যাত্রীরা। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের স্বেচ্ছাসেবক জারিফ ইসলাম অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিকেল ৩টা পর্যন্ত নিহত বৃদ্ধের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর জাহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন