চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টর-ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. সুমন (৩০) ও ট্রলির হেলপার মো. মমিন (১৬) নিহত হয়েছেন। বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে খড়কপুর এলাকায় সোনামসজিদ মহসড়কে ঘটনাটি ঘটে।
নিহত সুমন শিবগঞ্জের ধোবড়া এলাকার লিয়াকত আলীর ছেলে ও মোমিন কয়লারদিয়াড় গ্রামের মো. বাক্কারের ছেলে।
মরদেহের সুরতহালকারী শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার সরকার বলেন, মুখোমুখি সংঘর্ষে প্রথমে ট্রলির হেলপার মোমিন ঘটনাস্থলে মারা যায়।
অপরদিকে স্থানীয়রা মোটরসাইকেলচালক সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।