চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাতটায় সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আহত জাহিদ হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছলে চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের যাত্রীবাহী বাস তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ও সিএনজিচালক পালিয়ে যান।
এদিকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- যাত্রী হাবিব বেপারী (২৬), নেছার হাওলাদার (৪০) এবং মাহবুব প্রধানিয়া (৫০)। তাদের মধ্যে নেছারের বাড়ি চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামে। হাবিব বেপারীর বাড়ি মতলব দক্ষিণের ধুলাইতলীতে এবং নিহত অপর যাত্রী মাহবুব প্রধানিয়ার বাড়ি চাঁদপুর সদরের বিষ্ণুপুরে।