চাঁদপুরে তেলবাহী লরি ও ওষুধ পরিবহনকারী পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ৯টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বাগাদী চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন (২৮) পিকআপ চালক।
বেক্সিমকো কোম্পানির ওষুধ সরবরাহকারী পিকআপের চালক ছিলেন আল-আমিন। একই গাড়িতে থাকা কোম্পানির সেলসম্যান আবু তাহের (৩৪) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বেক্সিমকো কোম্পানির ওষুধ সরবরাহকারী পিকআপ নিয়ে চাঁদপুর থেকে লক্ষ্মীপুর যাচ্ছিলেন সেলসম্যান আবু তাহের ও চালক আল-আমিন।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে সেলসম্যান আবু তাহের ও চালক আল-আমিন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় আল-আমিনকে ঢাকায় পাঠান চিকিৎসক। ঢাকায় আনার পথে আল-আমিনের মৃত্যু হয়।
চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তেলবাহী লরি-পিকআপের সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। অপরজন আহত হয়েছেন। তার চিকিৎসা চলছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন