চাঁদপুরের কচুয়ায় যাত্রীবাহী বাস ট্রাক ও সিএনজি’র সংঘর্ষে শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরও ২ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সাদ্দাম হোসেন, রিফাত ও উর্মি মজুমদার। এর মধ্যে সাদ্দাম ও রিফাত ঘটনাস্থলে এবং উর্মি হাসপাতালে মারা যান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে দু’জন কলেজ শিক্ষার্থী ও একজন নারী রয়েছেন।
আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।