আশুলিয়া চলন্ত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে মিম আক্তার (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে আশুলিয়ার চারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিম আক্তার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পান্না মিয়ার মেয়ে।
তারা মিরপুরে বসবাস করতো।
পুলিশ জানায়, মিরপুর থেকে আশুলিয়ায় হয়ে সাভারে রাজফুলবাড়িয়াতে তার ফুফুর বাড়িতে যাওয়া উদ্দেশে রওয়ানা হয়। পরে চারাবাগ এলাকা পৌঁছালে চলন্ত অটোরিকশায় চাকার ওড়না পেঁচিয়ে যায়। রিকশার ভিতরে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। এ সময় সঙ্গে অন্য যাত্রীরা গুরুতর অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার এসআই হাবিবুল্লাহ বলেন, খবর পেয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মিম আক্তার এক তরুণী মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি অটোরিকশায় ওড়না পেয়েছি তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।