চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘির পাড় এলাকায রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এস এম নুরুল আবছার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আবছার একটি কর্পোরেট প্রতিষ্ঠানের কারখানায় কর্মরত ছিলেন। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মৃত আবদুল মোনাফের ছেলে।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জয়নাল আবেদিন বলেন, সকালে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল আবছার নামের এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।