নগরের বন্দর থানার দুমপাড়া লিংক রোড এলাকায় পণ্যবাহী গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা মা-মেয়ে নিহত হয়েছেন। ১৭ নভেম্বর ২০২১ বুধবার বিকেল সোয়া ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহমুদা আক্তার (২৭) ও তার মেয়ে জান্নাতুল মাওয়া (৫)। এ ঘটনায় আহত তিনজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নুরনবী পারভেজ- এর স্ত্রী এবং কন্যা। তারা পতেঙ্গা সৈকতে বেড়াতে যাচ্ছিলেন।
ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আকামুল বলেন, পণ্যবাহী গাড়ির ধাক্কায় মা-মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন