English

24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

চট্টগ্রামের সীতাকুণ্ডে চালবোঝাই ট্রাক উল্টে নিভল ৩ প্রাণ, আহত ৫

- Advertisements -

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু ও আরো অন্তত ৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলাধীন মহাসড়কের সোনাইছড়ির শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে চট্টগ্রামমুখী একটি চালবোঝাই ট্রাক সীতাকুণ্ডের শীতলপুর এলাকা অতিক্রমকালে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা কবলিত হয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে এক চাল শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এসময় চালক ও হেল্পারসহ আরো ৭ জন আহত হন। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে চমেকে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা যান।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর নজরুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি দুর্ঘটনা কবলিত হলে ঘটনাস্থলে শরীফুল ইসলাম (৪৪) নামক এক চাল শ্রমিক নিহত ও আরো ৭ জন আহত হন। তাদেরকে চমেকে পাঠালে সেখানে আরো ২ জন মারা যান। নিহত শরীফুল কক্সবাজারের রামু থানার ঈদগার বাসিন্দা সাওগাত মিয়ার পুত্র। নিহত অন্যরা হলেন- আতিকুর রহমান (২৭) এবং আবদুল খালেক (৫০)। তবে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি।

চমেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, সীতাকুণ্ডে দুর্ঘটনায় আহত ৭ জনকে চমেকে আনা হলে ২ জন সেখানে মারা গেছেন। তবে তিনিও তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন