দিনাজপুরের ফুলবাড়ীতে ঘন কুয়াশার কারণে দুরপাল্লার বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপচালক মো. অলিউল্লাহ (২৩), একই উপজেলার বোয়ালিয়া গ্রামের সেতাবুর রহমানের ছেলে পিকআপ হেল্পার আজিজুর রহমান নিশান (২৪) ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোতাসিম বিল্লাহ (২৫)।
পুলিশ জানায়, ভোরে দিনাজপুর থেকে একটি পিকআপ টমেটো নিয়ে চাপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি এবং বাসটি পালিয়ে যায়। এসময় পিকআপে থাকা চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, ভোরে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।