English

19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত

- Advertisements -

দিনাজপুরের বিরামপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রুবেল হোসেন (৪৪) নামে এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের সহকারীসহ আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন দিনাজপুর সদর উপজেলার বড়ইল মোল্লাপাড়া এলাকার লতি মঙ্গুলের ছেলে। আহতরা হলেন, ট্রাকচালকের সহকারী সদর উপজেলার শফিকুল ইসলাম (১৮), বিরামপুর উপজেলার পলিখাপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে নুরনবী (২৫) এবং ফজলুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৮)।

ঘটনার বর্ণনা দিয়ে চালকের সহকারী শফিকুল ইসলাম বলেন, রাতে ট্রাকবোঝাই ধানের তুষ নিয়ে বগুড়ার শেরপুরে যাচ্ছিলাম। রাস্তায় ঘন কুয়াশা থাকায় একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।
এ সময় ট্রাকের চালকসহ আরও তিনজন পাশের একটি দেয়ালে ট্রাকসহ চাপা পড়েন। পরে ফায়ার স্টেশনের লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালককে মৃত ঘোষণা করেন।

 

জানতে চাইলে বিরামপুর ফায়ার স্টেশনের কমান্ডার হিশিকান্ত রায় জানান, ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনার খবরে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ফুলবাড়ী থেকে একটি উদ্ধারকারী দল এসে আমাদের কাজে যোগ দেয়।

দুটি দল মিলে প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার কাজ চালানো হয়। ট্রাকে চাপা পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ট্রাকের চালক মারা গেলেও বাকি ৩ জন আহত হন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন, রাতে মহাসড়কে ধানের তুষবোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হন। এ ঘটনায় ৩ জন আহত হয়ে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। মরদেহ উদ্ধার করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন