গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তানভীর (১৮) ও মো. আব্দুল বাসেত (১৮) নামের দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এতে সিফাতুল ইসলাম (১৮) নামের আরো এক ছাত্র আহত হন। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলির চেচানিয়াকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, হতাহত তিন বন্ধু মোটরসাইকেলে করে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে শহরের দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছলে খুলনাগামী মালবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে মো. তানভীর নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল বাসেতকে মৃত ঘোষণা করেন।
তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। নিহত ও আহতরা গোপালগঞ্জ শহরের হাজি লাল মিয়া সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী। তাঁদের বাড়ি জেলা শহরের মোহাম্মাদপাড়া ও হীরাবাড়ী রোড এলাকায়।