গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় শামীম (৩৬) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারী) সকালে এ ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় অটোরিকশাকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে শামীম নামে এক অটোরিকশার যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।