গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহতরা হলো, ওই গ্রামের স্বপন দেবনাথের ছেলে রুদ্র দেবনাথ (৭) ও নরসিংদীর মনোহরদী উপজেলার নলুয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে তুষার (২৬)।
কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ জানান, আজ দুপুরে স্বপন দেবনাথ স্ত্রী ও ছেলেকে নিয়ে পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল শেষে কাপাসিয়া-শ্রীপুর সড়ক পার হয়ে বাড়ি যাচ্ছিলেন। ওই সময় বেপরোয়া গতির মোটরবাইকটি রুদ্রকে চাপা দেয়।
একইসময় বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ হয় মোটরবাইকটির। এতে রুদ্র ঘটনাস্থলে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোটরবাইকচালক তুষারকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় রিকশার চালকসহ চার যাত্রী আহত হন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন