English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রলি খাদে, নিহত ২

- Advertisements -

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ইটবোঝাই ট্রলি সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে দুই শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২৯ মার্চ) দুপুর ১টায় কাপাসিয়া-বলখেলা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ (১৮) ময়মনসিংহের ধোবাউড়া থানার খাটখড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। অপরজন একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আবু বক্কর (২২)।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, সোমবার দুপুরে ইটভর্তি ট্রলিটি কাপাসিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রলিটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে ট্রলির ওপর থাকা দুই শ্রমিক ইটের নিচে চাপা পড়ে নিহত হন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রলি চালক আহত হয়েছেন। তিনি গাজীপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন