কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী ও শ্যালিকাসহ গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজি (৫২) নামের এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রবিবার (২৪ জুলাই) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজি ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ফেনী ভূমি অফিসে কর্মরত ছিলেন। নিহত অপর দুজন হলেন- নিহত গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজির স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও শ্যালিকা নাজমা আক্তার (৪৫)।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাড়ির ইনচার্জ (এসআই) প্রেমধন মজুমদার জানান, ভোরে স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে প্রাইভেটকারযোগে ফেনী যাচ্ছিলেন ওই ভূমি কর্মকর্তা। তিনি নিজেই গাড়ি চালিয়েছেন।
প্রাইভেটকারটি মহাসড়কের কুটুম্বপুর স্টেশন এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।