খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪জন। শুক্রবার দুপুরে দিঘীনালা থেকে নাড়াইছড়ি যাওয়ার পথে সোনা মিয়া টিলা এলাকায় মাহেন্দ্র উল্টে হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দিঘীনালা উপজেলার নোয়াপাড়া কার্বারী টিলা এলাকার স্মৃতিময় চাকমা (৩২)।
আহতরা হলেন, নাড়াইছড়ির ঘধেন চাকমার স্ত্রী সঞ্চিতা চাকমা (৩০).ভাইবোন ছড়ার বাটু মারমার ছেলে সুইপ্রু মারমা (৫৭) ও নাড়াইছড়ির সূর্যমুখী চাকমা (৩৫)।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের সহযোগিতায় দিঘীনালা হাসপাতালে আনার পথে ১ জন মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। দিঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, নিহতের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।