ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে গনেশ চন্দ্র (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কোটচাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত নিমাই চন্দ্রের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন বলে নিহতের পরিবার জানান।
স্থানীয়রা জানান, দুপুরে যশোর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রকেট মেইল ট্রেন কোটচাঁদপুর রেলস্টেশনে প্রবেশের সময় নিহত গনেশ চন্দ্র চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে যায়। এসময় তার দেহ দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
কোটচাঁদপুর মডেল থানার কর্তব্যরত অফিসার এসআই তৌফিক আনাম সঙ্গীয় ফোর্স সহ দূর্ঘটনার জায়গাটি পরিদর্শন করে জানান, ট্রেন দূর্ঘটনার কারণে রেলওয়ে পুলিশ তদন্ত করবে। তারা লাশটি তাদের কাছে হস্তান্তর করবে।
এবিষয়ে রেলস্টেশনের কর্তব্যরত মাষ্টার নুরুল হক জানান, দূর্ঘটনার সাথে সাথেই খুলনা ও যশোর জিআরপি পুলিশ ফাঁড়িতে খবর পাঠানো হয়েছে। তারা দ্রুতই চলে আসবেন।