কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় মুরছালীন নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুড়িরডারার পাড় মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার নুর আমিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মুরছালীন রাণীগঞ্জ-উলিপুর সড়কে বাড়ির গেটের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এ সময় রাণীগঞ্জ থেকে দ্রুতগামী একটি অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা অটোরিরিকশাটি জব্দ করলেও চালক পালিয়ে যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন