কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে সামিয়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার সাদুল্লা সরকার পাড়া গ্রামের সাজু মিয়ার স্ত্রী বিথী বেগম সন্ধ্যায় তার মেয়ে সামিয়াকে কোলে নিয়ে বাড়ির সামনের রাস্তায় বের হন। এ সময় দ্রুত গতিতে ইটবোঝাই একটি ট্রাক্টর তাদের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের পেছনের অংশের ধাক্কায় শিশু সামিয়া মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়লে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটিকে ধাওয়া করলে চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যান।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন