মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরায় মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের ভাটেরার হোসেনপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হোসেনপুর জামতলা এলাকায় দ্রতগ্রামী একটি নোহা লাইটেসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে।
এতে সড়কের পাশে থাকা গোরস্থান দেয়ালে মোটরসাইকেলটিসহ চালক ও আরোহী চাপা পড়েন। মোটরসাইকেল আরোহী ২ জনের নাম পরিচয় জানা যায়নি।
অবস্থা আশংকাজনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাড়ি দিয়ে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।