ফুফার কুলখানি অনুষ্ঠানে যাওয়ার পথে রিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মোসাম্মৎ ছবি আক্তার নামে ১২ বছরের এক কিশোরির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি আক্তার রায়হানপুর ইউনিয়নের কড়ইতলা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
ছবি আক্তারের ফুফাতো ভাই মনির হোসেন বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে আমার বাবা মোনাসের আকন মারা যান। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তার কুলখানির দিন ধার্য ছিল। সে কারণে রিকশা যোগে আমাদের বাড়ি আসার পথে ছবি আক্তারের ওড়না চাকার সাথে পেঁচিয়ে যায়। তাৎক্ষণিক মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।