ফরিদপুরে কুকুরকে সাইড দিতে গিয়ে মাহিন্দ্রা উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম লিটন বিশ্বাস (৩৮)। তিনি গোপালগঞ্জ সদরের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কানাইপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি কুকুরকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী মাহিন্দ্রা উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই যাত্রী লিটন বিশ্বাস নিহত হন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কন কুমার বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাত্রীবাহী মাহিন্দ্রাটি ফরিদপুর থেকে বোয়ালমারী যাওয়ার পথে কানাইপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে একটা কুকুরকে সাইড দিতে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যাত্রী নিহত হন।