কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকায় আজ সিএনজিচালিত অটোরিকশা উল্টে মুজিবুর রহমান (২৭) নামে এক যাত্রীর নিহত হয়েছেন। নিহত মুজিবুর পাকুন্দিয়া উপজেলার নারান্দী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেইলি ব্রিজ এলাকায় অটোরিকসার সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকসাটি উল্টে ঘটনাস্থলেই মারা যান যাত্রী মুজিবুর। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহীসহ অটোরিকসার কয়েকজন যাত্রী। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।