English

23 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

কিচক-জয়পুরহাট মহাসড়কে কোচ ট্রাকে সংঘর্ষ: ৬জন আহত, ৮ দোকান ক্ষতিগ্রস্থ

- Advertisements -

রশিদুর রহমান রানা শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি: কিচক- জয়পুরহাট মহাসড়কের কিচক বাজার ৪মাথা মোড়ে গভীর রাতে নৈশকোচ ও মাটি বোঝাই ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ৬জন আহত ও ৮টি দোকান ভেঙ্গে ক্ষতিগ্রস্থ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত পোনে ১টার দিকে বগুড়া জয়পুরহাট মহাসড়কের কিচক বাজার চারমাথা মোড়ে জয়পুরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল এন্টরপ্রাইজের নৈশ কোচের সাথে পানিতলার দিক থেকে আসা ১০ চাকার ড্রাম মাটি বোঝাই ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ বাধেঁ। এসময় কোচটির সামনের দিকে ভেঙ্গে চুর্ণবিচৃর্ন হয়ে রাস্তার পাশে ফলের দোকানের ভেতর প্রবেশ করে উল্টে যায় এবং ট্রাক ছিটকে পড়ে যায়। এতে ৮/১০ দোকান ভেঙ্গেচুরে মালা মালসহ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

Advertisements

কোচে থাকা ৬জন যাত্রী গুরুত্র আহত হয়েছেন। তাদের মধ্যে জয়পুরহাটের কোচযাত্রী আনিছুর রহমান (৪৫) ও মোশারফ হোসেনের অবস্থা আশঙ্কায় বগুড়া ও জয়পুরহাটে চিকিৎসার জন্য প্রেরন করা হয়। বাকী ৪ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ কোচ এবং ট্রাক জব্দ করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা নিয়ে যায়।

দোকানের ক্ষতিগ্রস্থরা হলেন, রুটির দোকান নাছির বুড়া, মিস্টির দোকান মোঃ ছাকাওয়াত হোসেন, দইয়ের দোকান মোঃ আব্দুল কুদ্দুস, মিস্টি ও পিয়াজুর দোকান মোঃ আশরাফ আলী, ফলের দোকান মোঃ ফয়েজ উদ্দীন, (উত্তর পাশে) বেকারি দোকান মোঃ মহসিন আলী, চায়ের দোকান মোঃ ইয়াছিন আলী, ফলের দোকানদার মোঃ রেজাউল ইসলামসহ আরো বেশ কয়টি। ক্ষতিগ্রস্থরা সাংবাদিকদের জানান, মাটি বহনকারি অবৈধ ট্রাকের কারনেই ভয়াবহ সংঘর্ষে তাদের প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে ক্ষতি পুরুন দাবী করেন।

Advertisements

স্থানীয়রা অভিযোগ করে জানান, সড়কের পাশে অস্থায়ী দোকান পাট বাজারের জন্য ঝুঁকি হয়ে পরেছে। কিচক বাজার চারমাথা স্থানটি পথচারীদের জন্য নিরাপদ নয়। সব সময় এই জায়গায় ভীড় ভাট্রাসহ গাড়ি ও মানুষের সমাগম লেগেই থাকে। সড়কের উপরে সিএনজি, অটোরিকশা ও দোকান পাট চেপে বসার কারনে বাজারে যানজট লেগেই থাকছে। ভুক্তভোগিরা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, কিচক বাজারের দিকে নজর দিতে আহবান জানিয়ে আরো বলেন, সামনের রবি ফসলের দিন গুলতে আরো ভয়াবহ ভীড় ভাট্রাসহ র্দূঘটনার আশঙ্কা করছেন তারা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, কোচ এবং ট্রাক হাইওয়ে জব্দ আছে। ক্ষতিগ্রস্থরা শিবগঞ্জ থানায় মামলা করতে চাইলে সহায়তা করা হবে।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা জানান, কিচক বাজারে যানজোট নিরসন, খুব শিঘ্রই এসব যানবাহনের ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন