ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তেঘরীহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উপজেলার রাকড়া গ্রামের আব্দুল মাজিদের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বাড়ি থেকে গাজীর বাজার আসছিল আরিফুল। পথিমধ্যে তেঘরীহুদা গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক আরিফুল ও বাইসাইকেল চালক আলেক হোসেন আহত হয়।
স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। আহত একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোরে রেফার্ড করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহীম মোল্লা।