আজ বৃহস্পতিবার সকালে নগরীর ঝাউতলা রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত রাজু রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা মোহাম্মদ জামান খোন্দকার বাড়ির হাবিব উল্লাহ সওদাগরের ছেলে।
তিনি আরো বলেন, ‘ঝাউতলা রেল ক্রসিংয়ের পাশে একটি সিএনজি অটোরিকশা বদল করে আরেকটি সিএনজিতে ওঠার জন্য হেঁটে রেলের রাস্তা পার হচ্ছিলেন তিনি। তার কানে হেডফোন ছিল। এ সময় ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ট্রেনে কাটা পড়েন রাজু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
মাওলানা হাবিবুল হোসাইন বলেন, ‘খুব কাছ থেকে দেখেছি ছেলেটাকে। দেড় বছর আগে তার আকদও আমি পড়িয়েছি। ব্যক্তি জীবনে তিনি কারো সাথে ঝগড়া করেছেন এরকম আমার জানা নেই। অত্যন্ত সহজ-সরল ভদ্র, নম্র একজন মানুষ। সদা হাস্যোজ্বল ছিলেন রাজু। তার এমন মর্মান্তিক মৃত্যুতে আমি ব্যথিত, মর্মাহত, শোকাহত।’