পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জয়গন বিবি (৭৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার শেষ বিকেল উপজেলার কুয়াকাটা বিকল্প সড়কের বালিয়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জয়গন বিবি উপজোলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুল আজিজ খানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছ, সে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন