মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ট্রেনে কাটা পড়ে মানিসিক ভারসাম্যহিন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টায় দৌলতপুর গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের হরমুজ মিয়ার ছেলে রাফিজ মিয়া (৪২)।
শমশেরনগর রেলওয়ে স্টেশন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল সংলগ্ন ৩০৮/৮ মাইলেজ এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টায় সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রাফিজ মিয়া।
এলাকাবাসী বিষয়টি পরে রেলওয়ে স্টেশন ও শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শণ করে শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানায় অবহিত করেন।