কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়ের আশেপাশে চরা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের ডানায় ধাক্কা লেগে গরু দুটি মারা যায়। তবে বেঁচে যান বিমানের ৯৪ আরোহী।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (ফ্লাইট নং- BG 434, Boeing) রানওয়ে ১৭ নং ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় বিমানের ডানদিকের ডানায় ধাক্কা লেগে দুইটি গরু ঘটনাস্থলেই মারা যায়। বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।
এদিকে ওই বিমানটি সফলভাবে উড্ডয়নের পর পরই একই রানওয়ে দিয়ে নভোএয়ার ও ইউএস বাংলার আরও দুটি ফ্লাইট সফলভাবে উড্ডয়ন করে।
উল্লেখ্য, উক্ত গরু দুইটির প্রকৃত মালিক কে এখনো জানা যায়নি। উক্ত স্থানে ক্যাম্প পরিদর্শক ইন্সপেক্টর মনিরুজ্জামান ও সাব-ইন্সপেক্টর তাজউদ্দীন পরিদর্শন করেন। তারা বিমানবন্দরের নিরাপত্তার ঘাটতি সংক্রান্ত খোঁজ-খবর নেন। এ সময় রানওয়েতে আরও অনেক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।