কক্সবাজারের চকরিয়া-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকায় সিএনজি অটোরিকশা ও টমটম সংঘর্ষে লুৎফন্নেছা বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় কম বেশী আহত হয়েছেন দুই পরিবহনের ৭ যাত্রী। রবিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লুৎফন্নেছা মহেশখালী ইউনিয়নের কালারমারছড়া ইউনিয়নের ছমির উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, রবিবার বিকাল ৪টার দিকে ৫ যাত্রী নিয়ে অটোরিকসাটি মহেশখালী যাচ্ছিলেন। চকরিয়ার ইলিশিয়ায় এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা টমটমের মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকসার।
এসময় অটোরিকসার যাত্রী লুৎফন্নেছা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি স্থানীয় মেম্বারের জিন্মায় দেয়া হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন