ময়মনসিংহের গফরগাঁওয়ে ফাঁকা রাস্তায় মোটরসাইকেল নিয়ে এঁকেবেঁকে চলতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আরিফ (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আরোহী নাদিম (১৬) গুরুতর আহত হয়। মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের বাগুয়া মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের হেকমত আলীর ছেলে ও রৌহা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে আরিফ নাদিমকে পেছনে বসিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন আরিফ। গফরগাঁও-ময়মনসিংহ সড়কের বাগুয়া মডেল মসজিদ এলাকায় ফাঁকা রাস্তা পেয়ে মোটরসাইকেলটি নিয়ে এঁকেবেঁকে চালাচ্ছিলেন চালক, যাকে ‘জিক-জ্যাক’ বলা হয়।
মজা করার সময় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে সিটকে পড়ে আরিফ ও নাদিম দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আরিফকে মৃত ঘোষণা এবং নাদিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে নিজেরাই দুর্ঘটনার শিকার হয়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় কারো কোনো অভিযোগ নাই।’