English

33 C
Dhaka
বুধবার, এপ্রিল ২, ২০২৫
- Advertisement -

ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

- Advertisements -

বগুড়ার শেরপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিহতদের মধ্যে বাবা ও তার তিন বছরের শিশুকন্যা রয়েছে। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের দিন সোমবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার মহিপুর জামতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ওই মোটরসাইকেলের আরোহী শরিফুল ইসলাম (৩২) ও তার মেয়ে সেজদা খাতুন (৪) গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাবা-মেয়েকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে আরেকটি দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে একই ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামের অলোক সরকার (২০), জয়ন্ত সরকার (২০) ও শুভ সরকার (১৯) তিন বন্ধু বেড়াতে যাচ্ছিলেন সিরাজগঞ্জের যমুনা নদীতে। পথিমধ্যে ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে গুরুতর আহত হন আরোহী তিন বন্ধু। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অলোক সরকারকে মৃত ঘোষণা করেন।

আর গুরুতর আহত শুভ ও জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া উপজেলার মহিপুরের ফায়ার সার্ভিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে সামনে তৃতীয় ঘটনাটি ঘটে। একইদিন দুপুর সাড়ে ১২টায় এখানে বগুড়াগামী লেন থেকে একটি প্রাইভেট কার ঢাকাগামী লেনে ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০) গুরুতর আহত হন।

উপজেলা ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এসব দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন