English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

- Advertisements -

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. মোনায়েম নামে পুলিশের এসআই নিহত হয়েছেন। আজ রোববার ভোরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মোনায়েম আশুলিয়া শিল্প-পুলিশের কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার ভোরে ঘটনাস্থলে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই ফরিদুল আলম জানান, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, ভোরে সম্ভবত নামাজ শেষে ক্যাম্পে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরও জানান, সড়কের আশেপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। কী ধরনের পরিবহনের আঘাতে ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মোনায়েমের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন