চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রহমত উল্লাহ (৫৫) একই উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত দ্রুতগামী অটোরিকশা সজোরে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী রহমত। মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান রহমত উল্লাহ তার গ্রামের বাড়ি থেকে কামতাবাজার পল্লী বিদ্যুৎ সমিতি যাওয়ার পথে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রকিব জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার জন্য দায়ী অটোরিকশাটি আটকের চেষ্টা চলছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন