English

22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

অটোরিকশার চাকা পাংচার, আতঙ্কে স্ট্রোক করে যাত্রীর মৃত্যু

- Advertisements -

নোয়াখালীর সুবর্ণচরে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার চাকা পাংচার হয়ে যাওয়ায় ভয়ে ও আতঙ্কে স্ট্রোক করে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যাত্রীর নাম আমির হোসেন (৪২)। তিনি উপজেলার পশ্চিম চরজব্বর এলাকার মমিন নগর গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে। তিনি লক্ষীপুর সদর উপজেলা শাখার ব্রাক এনজিওয়ের ম্যানেজার ছিলেন।

লক্ষীপুর জেলার ব্রাক এনজিও ম্যানেজার মো.সিরাজুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরের আমির সিএনজিচালিত অটোরিকশায় লক্ষ্মীপুর থেকে মায়ের সঙ্গে দেখা করতে নোয়াখালীর সুবর্ণচরের নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের আল আমিন রাস্তার এলাকায় আসলে যাত্রীবাহী সিএনজির সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে ভয়ে তিনি আতঙ্কিত হয়ে অটোরিকশাতে স্ট্রোক করেন। তাৎক্ষণিক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, সিএনজিতে পাঁচজন যাত্রী ছিল।  চাকা পাংচার হলে সিএনজিতে থাকা কোনো যাত্রী আঘাত পাননি।  তিনি আতঙ্কে অসুস্থ হয়ে মারা যান। ধারণা করা হচ্ছে, আগে থেকে তিনি হার্টের রোগী ছিলেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন