English

23 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
- Advertisement -

৩০ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে নৌকাডুবি, ১৩ জনকে জীবিত উদ্ধার

- Advertisements -

বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার নৌকা ডুবে চট্টগ্রামের বাঁশখালীর ১৭ জন জেলে নিখোঁজ রয়েছেন। ১৩ জনকে জীবিত উদ্ধারের খবর মিললেও এলাকায় ফিরেছেন মাত্র তিনজন।
রোববার সকাল ৭টার দিকে কুতুবদিয়া উপকূলে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। গতকাল রাতে ৯ নম্বর শীলকূপ ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে মাছ ধরতে গভীর সাগরে যায় বাঁশখালীর ছগির মাঝির ফিশিং বোট।
সাগরে নিখোঁজ জেলে ফয়জুল্লাহর ভাই মোহাম্মদ শহীদ উল্লাহ মুঠোফোনে বলেন, গতকাল রাতে সাগরে মাছ ধরতে গিয়ে সকাল ৭টার দিকে দুর্ঘটনা ঘটে। এতে ছগির মাঝির ফিশিং বোটের ৩০ মাঝিমাল্লা সাগরে ভেসে যান। এদের মধ্যে নুরনবী-মহিউদ্দিনসহ তিন জেলে সন্ধ্যায় এলাকায় ফিরেছেন।
উদ্ধার জেলেরা জানিয়েছেন, আশপাশের ফিশিং বোটগুলো ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে, বাকি ১৭ জন জেলে নিখোঁজ। তাদের উদ্ধার করতে প্রশাসনের পাশাপাশি বাঁশখালী থেকে ১০টি বোট গেছে সাগরে।
বাঁশখালীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার জানান, মাছ ধরতে গিয়ে সাগরে একটি নৌকাডুবির ঘটনা শুনেছি। সেখানে প্রশাসনের লোকজন পাঠানো হয়েছে। তারা ফিরে না আসায় এখনো কতজন উদ্ধার ও কতজন নিখোঁজ বিস্তারিত বলা যাচ্ছে না।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন