রাজিব ঘোষ,নিরাপদ নিউজ: সিলেটের দক্ষিণ সুরমায় ৬ লেন মহাসড়কে কাজের সময় রোলারের ধাক্কায় এক অজ্ঞাত পথচারী (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দক্ষিণ সুমরার লালাবাজার এলাকার ফকিরেরগাঁয়ে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, সড়ক ও জনপথ বিভাগের অধিনে সিলেট-ঢাকা ৬ লেনের কাজ চলমান রয়েছে। সকাল ৯টার দিকে লালাবাজার এলাকার ফকিরেরগাঁয়ে উন্নয়নকাজের রোলার গাড়ি সড়কের পাশে থাকা মানসিক ভারসাম্যহীন এক যুবককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান নিরাপদ নিউজকে বলেন- নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত হবে। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশের বিভিন্ন টিম। স্বজনদের খোঁজ পেলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।