সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের চাকা ফেটে খুলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন তারা বালাগঞ্জ থানার চান্দাইপাড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে উর্ম্মি বেগম (১৩) ও পূর্ব চাঁদপুরের মৃত আজম উল্লাহর ছেলে আলী আছগর (৩০)।
বিষয়টি দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমার ওতিরবাড়ি নামক স্থানে আসলে সামনের একটি চাকা ফেটে খুলে যায়। এসময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। পরে ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এসময় দুইজনের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
আরও গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন